আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জনগণ ভোট না দিলে সরকার বিদায় নেবে।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যেভাবে আগুন-সন্ত্রাসের আভাস দিচ্ছে, এর পরিণাম ভালো হবে না।
বিএনপিকে জবাব দিতে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।