- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ের মাসে সফল হবে আওয়ামী লীগের কাউন্সিল। বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।
তিনি বলেন, ৯১ সালে রাষ্ট্রপতির প্রস্তাব পেয়েও জামায়াতে ইসলামের সঙ্গে সরকার গঠন করেনি আওয়ামী লীগ। তবে বিএনপি জামায়াতের সঙ্গে সরকার গঠন করেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। ২২তম জাতীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই দলীয় প্রধানের শেষ বৈঠক।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু বুদ্ধিজীবী প্রতিবন্ধী জামাকাপড় ইস্ত্রি করে বসে থাকেন অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য।
অস্বাভাবিক সরকার না চেয়ে বুদ্ধিজীবীদের জ্ঞানবুদ্ধিকে দেশের কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, এ দেশের ভাষা আন্দোলন এবং স্বাধীনতার নেতৃত্ব দেয়া দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। ২৩ ডিসেম্বর সফল হবে জাতীয় সম্মেলন।
গণমানুষের ভাগ্য বদলে আওয়ামী লীগ কী করেছে সেই বর্ণনা দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিএনপি সরকারের অবস্থান তুলে ধরেন।
প্রধানমন্ত্রী কঠোর ভাষায় সমালোচনা করেন যারা অনিবার্চিত সরকারকে ক্ষমতায় বসাতে মরিয়া তাদের বিষয়ে।








