
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশের মানুষ জ্বলছে। জ্বালানী খাতসহ প্রতিটি খাতকেই তারা দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের বিএনপির আয়োজনে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনার এসব কথা বলেন বিএনপির নেতারা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সরকার জনকল্যাণের পরিবর্তে নিজস্ব দলীয় ব্যবসায়ী ও সিন্ডিকেটকে প্রাধান্য দেয়ায় মানুষের কাঁধে আর্থিক বোঝা চেপে বসেছে। সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়, গণআন্দোলনের মাধ্যমে তাদের সরাতে হবে। প্রতিষ্ঠা করতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এজন্য গণ আন্দোলনের বিকল্প নেই।
দলের নেতারা বলেছেন, দেশকে দুর্নীতিমুক্ত করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে এই সরকারকে সরাতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।

বিএনপি নেতাদের অভিযোগ, এই সরকারের কারণেই এমন ভোগান্তি। বিভিন্ন ইস্যুতে মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামছে। এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্বালানি বিশেষজ্ঞ মোস্তফা কামাল মজুমদার, জাকির হোসাইন খান প্রমুখ।