বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ নামের দুটি সংগঠন। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে বসছে এই কনসার্ট!
নূন্যতম ৫০ টাকার বিনিময়ে কনসার্টটি উপভোগ করা যাবে বলে জানান আয়োজকরা। সংগৃহিত অর্থ যাবে দেশের বন্যার্ত মানুষের সহায়তায়। এমনটাই জানিয়েছেন ব্যান্ড আভাসের প্রতিষ্ঠাতা লিড ভোকাল তানযীর তুহিন।
‘বন্যার্তদের জন্য আমরা’ স্লোগানে আয়োজিত এই কনসার্টে আভাসা ছাড়াও গাইবে গান বাহন, ঘাস ফড়িং, মানচিত্র, ১.০, ইসমাইল এন্ড ব্রাদারসহ আরো কয়েকটি দল।
জানা যায়, শুক্রবার বিকেল ৩টা থেকে রবীন্দ্র সরেবরে বসছে এই কনসার্ট। যেখানে ‘আভাস’ পারফর্ম করবে সন্ধ্যা ৭টায়।







