চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আইসিসির ভুলে শীর্ষে উঠেছিল ভারত

নাগপুর টেস্টে মাত্র আড়াই দিনে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে ভারত। তারপর আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দেখায় ভারতের নাম। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি পরে স্পষ্ট করেছে, অস্ট্রেলিয়াই এখনও টেস্টে এক নম্বরে রয়েছে। শুধু টি-টুয়েন্টি ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে রোহিত শর্মার দল।

প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতকে অল্প সময়ের জন্য ভুলভাবে আইসিসির ওয়েবসাইটে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল হিসেবে দেখা গেছে, স্বীকার করে নিয়েছে সংস্থাটি। এমন ভুলের জন্য ক্ষমাও চেয়েছে।

সংশোধিত র‌্যাঙ্কিংয়ে, ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে সবার উপরে অজিরা। দ্বিতীয় স্থানে ভারত, রেটিং পয়েন্ট ১১৫।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে গাভাস্কার-বোর্ডার ট্রফির দ্বিতীয় টেস্ট। ভারতের পক্ষেই রয়েছে ইতিহাস। ১৯৮৭ সাল থেকে এই ভেন্যুতে স্বাগতিকরা কোনো টেস্টে হারেনি।

আসছে জুনে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যাতে খেলতে অস্ট্রেলিয়াকে ৩-১ বা ৩-০ ব্যবধানে হারাতে হবে এই সিরিজে, যার প্রাথমিক কাজটা নাগপুরে সেরে রেখেছে ভারত।

Labaid
BSH
Bellow Post-Green View