এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তৃতীয়টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরল ভারত। স্বাগতিকদের দেয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে সূর্যকুমার যাদবের দল, অজিদের ৫ উইকেটে হারিয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
হোবার্টে টসে জিতে মিচেল মার্শদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সূর্যকুমার। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তাড়ায় নেমে ৯ বল হাতে রাখে জয়ে নোঙর করে ভারত, ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রানে পৌঁছায়।
প্রথমে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। ওপেনার ট্রাভিস হেড ৪ বলে করেন ৬ রান। আরেক ওপেনার মার্শ করেন ১৪ বলে ১১ রান। টিম ডেভিড ৮ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ঝড় তুলে করেন ৭৪ রান। মার্কাস স্টয়নিস এবং ম্যাথু শর্টের ৩৯ বলে ৬৪ রানের জুটিতে লড়াইয়ে রান পায় অজিরা। স্টয়নিস করেন ৩৯ বলে ৬৪ রান। শর্ট ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে আর্শদীপ সিং নেন ৩ উইকেট। বরুণ চক্রবর্তী নেন ২ উইকেট। শিভাম দুবে নেন ১ উইকেট।
জবাবে ওপেনার অভিষেক শর্মা করেন ১৬ বলে ২৫ রান এবং গিল ফেরেন ১২ বলে ১৫ রানে। অধিনায়ক সূর্যকুমার ১১ বলে ২৪ রান করে যান। তিলক ভার্মা করে যান ২৬ বলে ২৯ রান।
শেষে ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মার ২৫ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় তুলে নেয় ভারত। সুন্দর করেন ২৩ বলে অপরাজিত ৪৯ রান এবং জিতেশ করেন ১৩ বলে অপরাজিত ২২ রান।
অজিদের হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট। জাভিয়ের ব্রাটলেট এবং স্টয়নিস নেন একটি করে উইকেট।








