অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড তার দখলে। তবে মারকুটে ছিলেন না কোনকালেই। তার ব্যাটিং ছিল ধৈর্যের অন্যতম প্রতীক। দুদশক অস্ট্রেলিয়ার ক্রিকেট মাতিয়ে রাখা সেই সাবেক ওপেনার ইয়ান রেডপাথ মারা গেছেন। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
রেডপাথ অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা সর্বশেষ অপেশাদার ক্রিকেটার। অজিদের হয়ে ৬৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছেন। ক্যারিয়ার ছিল ১৯৬৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। অজিদের হল অব ফেমের সদস্য।
হেলমেটবিহীন ক্রিকেটের যুগে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণিতে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখনও তারই। ১৯৬৯-৭০ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেটের নিল রোসেনডর্ফের এক ওভারে ৪ ছক্কা ২ চারে ৩২ রান নিয়েছিলেন।
সাউথ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৬৩-৬৪ মৌসুমে টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় রেডপাথের। অভিষেকে সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৭ রানে আউট হন। বিদায়ের আগে সতীর্থ বিল লরির সঙ্গে ওপেনিং জুটি গড়েন ২১৯ রানের।
প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬৯ সালে। ক্যারিয়ারসেরা ইনিংস ১৭১ রানের, ইংল্যান্ডের বিপক্ষে পার্থে। খেলেছিলেন ১৯৭০ সালে।








