এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অস্ট্রেলিয়াকে অল্পরানে আটকে দেয়ার পর দুর্দান্ত ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ভারতের দুই ওপেনার অবিচ্ছিন্ন জুটিতে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। ২০ বছর পর অজিদের মাঠে ওপেনিংয়ে শতরান পেরনো জুটি পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে সফরকারী দল। চালকের আসনে থাকা ভারতের লিড হযে গেছে ২১৮ রান।
পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুতে খেই হারায় ভারত। ১৪ রানে ২ উইকেট হারানোর পর মাঝে কিছুটা লড়াই করেন লোকেশ রাহুল-রিশভ পান্ট। শেষপর্যন্ত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৫০ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫১.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০৪ রানে থামে প্যাট কামিন্সের দল।
২০০৪ সালে সিডনি টেস্টে সবশেষ ১২৩ রানের ওপেনিং জুটি গড়েছিলেন সাবেক দুই ওপেনার বীরেন্দ্র সেবাগ ও আকাশ চোপড়া। ২০ বছর পর পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে তার চেয়ে বেশি রানের জুটি গড়লেন লোকেশ-জয়সওয়াল।
সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জয়সওয়ালের ব্যাটে এসেছে ১৯৩ বলে ৯০ রান। ৭ চার ও ২ ছক্কার মারে সাজানো ইনিংস। ১৫৩ বলে ৬২ রান এসেছে লোকেশের ব্যাটে। দুজনেই অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন।
এর আগে প্রথমদিনের ৬৭ রানে ৭ উইকেট নিয়ে শনিবার দ্বিতীয় দিনে ব্যাটে নেমে সকালেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। বুমরাহর বলে রিশভ পান্টের হাতে ধরা পড়েন ক্যারি। নিজের প্রথম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকে সাজঘরে ফিরিয়ে পার্থে ৫ উইকেট শিকার করেন ভারত অধিনায়ক।
নাথান লায়নকেও ফেরাতে সময় নেননি আরেক পেসার হর্ষিত রানা। ৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়া শঙ্কায় পড়ে শতরানের আগে অলআউট হওয়ার। হ্যাজেলউডকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন স্টার্ক। দুজনে ব্যাট করেন ১৮ ওভার। ১০৪ রানে যায় পুঁজি।
বুমরাহ ছাড়াও দুর্দান্ত বল করেছেন অভিষিক্ত হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেছেন এ পেসার। প্রথমদিনে ২ উইকেট পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।








