এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ বুধবার (২৭ মে) সকালেই তিনি মুক্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ কর্তৃক খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
তার আইনজীবী শিশির মনির জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন তিনি।
বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন আছেন আজহারুল ইসলাম। আদালতের আদেশের নথিপত্র পেলে কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।







