চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এবার কন্যার বাবা হলেন আতিফ আসলাম

বৃহস্পতিবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে রোজা। আর রোজার প্রথম দিনেই যেনো সংগীতশিল্পী আতিফ আসলামের ঘরে এলো ঈদের চাঁদ! এদিন কন্যার বাবা হয়েছেন উপমহাদেশের এই সংগীতশিল্পী। 

ফেসবুকে কন্যার ছবি পোস্ট করে আতিফ আসলাম নিজেই সুখবরটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে! ক্যাপশনে তিনি লিখেন,‘অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানী এসে গেছে।’

Bkash July

এসময় তিনি সদ্যজাত কন্যার নামও জানান। মেয়ের নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। জানিয়েছেন, স্ত্রী সারা ও সদ্যজাত কন্যা হালিমা, দুজনেই ভালো আছে।

২০১৩ সালে লাহোরের সারা ভারবানাকে বিয়ে করেন আতিফ। এর আগেও দুই সন্তান রয়েছে তাদের। আবুল আহাদ ও আরিয়ান আসলাম তার দুই ছেলে। দুই পুত্রসন্তানের পর ঘর আলো করে কন্যা আসায় ভীষণ খুশি আতিফ ও সারা। খবরটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় অভিনন্দনের বার্তায় ভাসছেন এই দম্পতি।

Labaid
BSH
Bellow Post-Green View