ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ২ এপ্রিল পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬২ জন ইউক্রেনিয়ান অ্যাথলেট। ৩৬৩টি ক্রীড়া সুবিধা সম্বলিত বিষয়াবলী ধ্বংস হয়েছে এসময়ে, ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিয়াম হুতসাইত এমন দাবি করেছেন।
আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি মরিনারি ওতানবের সফরকালে হুতসাইত বলেন, ‘রাশিয়ার কোনো অ্যাথলেটকে অলিম্পিক বা অন্যকোন খেলায় অংশ নিতে দেয়া উচিত না। তারা এই যুদ্ধকে সমর্থন করে এবং যুদ্ধকে সমর্থন করে এমন ইভেন্টে তারা অংশগ্রহণ করবে।’
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রাশিয়া ও বেলারুশকে নিরপেক্ষ ভেন্যুতে অংশ নিতে সুপারিশ করেছিল। প্রতিক্রিয়ায়, ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ২০২৪ অলিম্পিকের বাছাইয়ে রাশিয়া অংশ নিলে ইউক্রেনের অ্যাথলেটরা অংশ নেবেন না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিরপেক্ষ ভেন্যুর সুপারিশেরও সমালোচনা করেছে দেশটি।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অনেক অ্যাথলেট দেশের সার্বভৌমত্ব রক্ষায় অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তাদের অনেকেই বিভিন্ন জায়গায় প্রতিরোধ যুদ্ধে প্রাণ হারিয়েছেন, ইউক্রেন এমন তথ্য দিয়েছে।
বিজ্ঞাপন