নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে গত রোববার নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া মানুষকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
সোমবার ১৮ আগস্ট সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাজারে যাওয়ার সময় নৌকাটি রোববার সকালে ডুবে যায়। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সেবাদানকারীদের সাথে সহযোগিতা করছে।
এখন পর্যন্ত প্রায় ১০ জনকে উদ্ধার ও ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানায় সংস্থাটি।
নাইজেরিয়ায় দুর্বল কাঠামো, জলপথে অতিরিক্ত যাত্রী ওঠানামা এবং রক্ষণাবেক্ষণের অভাবে নৌদুর্ঘটনা নিত্যনৈমিত্যিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে যখন নদী এবং হ্রদের পানি উপচে পড়ে সে সময়ই দুর্ঘটনা বেশি ঘটে।
গত মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যে প্রায় ১০০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ১৩ জন নিহত হন এবং আরো কয়েক ডজন যাত্রী নিখোঁজ হন। দুই দিন পরে, উত্তর-পশ্চিম জিগাওয়া রাজ্যে একটি নৌকা নদীর মাঝখানে ডুবে গেলে ৬ নারী নিহত হন।







