চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাকিস্তানে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি

পাকিস্তানে চিনকি স্টপেজের কাছে একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি হয়েছে।

বাসটির চারজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও তারা গুরুতর আহত এবং আশংকাজনক অবস্থায় আছে।

Bkash July

যাত্রীবাহী বাসটি কমপক্ষে ৪৮ জন আরোহী নিয়ে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে রোববার ভোররাতে একটি খাদে পড়ে যায় এবং বাসটিতে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত বাস থেকে বের করা লাশগুলো শনাক্ত করা যাচ্ছে না। নিহতদের শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে, আহত যাত্রীদের স্থানীয় লাসবেলা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

Reneta June

তিনি জানান, উদ্ধার কাজ এখনো চলছে এবং এক ঘণ্টার মধ্যে শেষ হবে।

এর আগে তিনি বলেছিলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ও সকালে অন্ধকার থাকায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে বাধার সম্মুখীন হয়েছে।

পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার ব্রিগেড, উদ্ধারকারী সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

Labaid
BSH
Bellow Post-Green View