হারলে এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরতে হবে বাংলাদেশকে। জিতলে থাকবে সুপার ফোরের সুযোগ। এমন সমীকরণের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক হল বাঁহাতি ব্যাটার শামীম পাটোয়ারীর।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচ শুরু। আফগানদের বিপক্ষে জিতলেও গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত টাইগারদের করতে হবে অপেক্ষা। রানরেটে পিছিয়ে থাকায় ঝুঁকি থাকবে টিম টাইগার্সের।
গত ম্যাচে অভিষিক্ত বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে আউট হয়েছিলেন, এই ম্যাচে বাদ পড়েছেন। উদ্বোধনীতে নাঈম শেখের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। একাদশে মোস্তাফিজের জায়গায় ঢুকেছেন পেসার হাসান মাহমুদ। শেখ মেহেদীর পরিবর্তে খেলছেন আফিফ হোসেন।
২০০৮ সালে গাদ্দাফি স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে খেলেছিল লাল-সবুজের দল। মুশফিকুর রহিম সেই দলের একমাত্র খেলোয়াড় যিনি আজ মাঠে নামবেন।
ওয়ানডেতে ১৪ ম্যাচের দেখায় আফগানিস্তানকে ৮ বার হারিয়েছে বাংলাদেশ। সবশেষ এবছরের জুলাইয়ে চট্টগ্রামে আফগানদের কাছে তিন ম্যাচের সিরিজে ২-১ এ হেরেছে টিম টাইগার্স।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।







