চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগানিস্তান ম্যাচে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

ভেন্যু নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে আরব আমিরাতে বসছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের স্বাগতিক শ্রীলঙ্কা হলেও খেলা হবে মরুর বুকে। ২৭ আগস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসর। দুদিন পরে ৩০ তারিখ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ছয় দলের টুর্নামেন্টে মোট ম্যাচ ১৩টি। এশিয়ার সবচেয়ে বড় আসরের তিনটি ম্যাচ হবে শারজায়, বাকি দশ ম্যাচই দুবাইয়ে। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। মঙ্গলবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ ২৮ আগস্ট। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলা চূড়ান্ত। আরব আমিরাত, ওমান, নেপাল ও হংকংয়ের মতো দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে। ২১ আগস্ট শুরু হবে বাছাইপর্বের খেলা। একটি দল উঠে আসার সুযোগ পাবে বাছাইপর্ব থেকে।

ছয় দলের আসরে গ্রুপ দুটি। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একই গ্রুপে, অন্য গ্রুপে ভারত-পাকিস্তানের সাথে লড়বে কোয়ালিফায়ার পেরিয়ে আসা দলটি। গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে।