বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে বিশেষ খ্যাতি আছে কঙ্গনা রানাউতের! কাকে নিয়ে কখন কী বলে বসেন, এ নিয়ে আশপাশের মানুষজন যেন আতঙ্কে থাকে! বিশেষ করে বলিউডে স্বজনতোষণ নিয়ে বরাবরই সোচ্চার কঙ্গনা!
তারকাদের সন্তানসন্তুতি বলিউডে বিশেষ সুবিধা পায়! এ নিয়ে এমন তারকা সন্তান নেই, যাদের সমালোচনা করেননি কঙ্গনা! অথচ সেই অভিনেত্রীর মুখে এবার শাহরুখ পুত্র আরিয়ানের প্রশংসা! যা শুনে নেটিজেন বলছে, ‘ভূতের মুখে রাম রাম’!
আরিয়ান খানকে নিয়ে আশার কথা লিখলেন কঙ্গনা। কারণ আগামী বছরে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘স্টারডাম’। অন্য তারকা সন্তানদের মতো পর্দার সামনে দাঁড়ানোর মতো সহজ পথ গ্রহণ না করে ক্যামেরার পেছনের পথ বেছে নেয়ায় মূলত আরিয়ানকে নিয়ে আশাবাদী কঙ্গনা!
আরিয়ান বরাবরই ক্যামেরার নেপথ্যে কাজ করতে চেয়েছেন। গল্প বলার শখ তার, নির্মাণ নিয়ে পড়াশোনাও করেছেন। তাই নায়ক হওয়ার সহজ পথ পরিহার করে ক্যামেরার পিছনে পরিচিতি তৈরি করতে চাইছেন আরিয়ান!
গেল মঙ্গলবার সোশাল প্লাটফর্মে শাহরুখ জানান, আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ়, যেটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রযোজনায় অংশীদার গৌরী খানও। এর পরই শাহরুখ-পুত্রের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা।
কঙ্গনা লিখেন, “এটা দেখেও ভাল লাগছে ফিল্মি পরিবারের সন্তানেরা শুধুমাত্র সাজসজ্জা, ওজন কমানো, পুতুল সাজার বাইরে বেরিয়ে নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও অন্য কিছু করছে। আমাদের সকলের উচিত সময়ের দাবি মেনে ভারতীয় সিনেমার গুণমান আরও বৃদ্ধি করা।”
কঙ্গনা খুশি যে আরিয়ান অভিনেতা হওয়ার দৌড়ে নেই। তার মতো তারকা-সন্তানদের নাকি প্রয়োজন। অভিনেত্রী বলেন, ‘‘তারকা-সন্তানেরা বেশির ভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান যে চেনা রাস্তার বাইরে বেরিয়ে হাঁটছেন ভাল লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।”







