চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমপিদের সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে আর্টিকেল নাইনটিনের সংলাপ

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন চায় আর্টিকেল নাইনটিন

KSRM

বাক স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতি রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী প্রয়োজন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন

সংসদ সদস্যদের সঙ্গে আর্টিকেল নাইনটিনের সংলাপে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের জন্যই এ আইনটি সমালোচিত। এ আইনটির কিছু সংশোধন করা যেতে পারে, তবে এ যুগে একটি রাষ্ট্রর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য।

Bkash July

গতকাল (২৮ মে ২০২৩)রাজধানীর একটি হোটেলে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে এ সংলাপে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এমপি, রানা মোহাম্মাদ সোহেল এমপি, সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সাবেক  সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার কর্মকর্তা মারিয়া ক্লডিয়া, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ডিরেক্টর আফরোজ মহল এবং বেসিসের এর ডিরেক্টর এ কে এম আহমেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না।

আর্টিকেল নাইনটিন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে অংশীদারিত্বে যৌথভাবে “আওয়ার ভয়েসেস আওয়ার চয়েসেস: উইমেন অ্যান্ড ইয়ুথ ফর ডেমোক্রেটিক সিভিক স্পেস (OVOC)” প্রকল্পের অধীনে চলমান ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে এই ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রকল্পটি ইউরোপীয় কমিশন এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

Reneta June

রুমকি ফারহানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া এই ডায়ালগের উদ্দেশ্য ও আওতা এবং OVOC প্রকল্পের অধীনে পরিচালিত বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। তিনি সরকারের সাথে ইতিবাচকভাবে সম্পৃক্ত হয়ে কার্যক্রম চালানোর উপর জোর দেন।

বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারা সংবিধানের অনুচ্ছেদ ৩৯ এর অধীনে স্বীকৃত বাক স্বাধীনতার পরিপন্থি। এই আইনের সবগুলো ধারাকে জামিনযোগ্য করতে হবে।

জাতীয় সংসদের সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, যেকোন আইন মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়। আইনের অপপ্রয়োগ ও অপব্যবহার গ্রহণযোগ্য নয়। গ্রামের মানুষকে ডিজিটাল নিরাপত্তা আইন ও ডিজিটাল লিটারেসি সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে।

বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য রানা মোহাম্মাদ সোহেল বলেন, “বাক স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার নিয়ে মহান জাতীয় সংসদে কথা বলা সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য। ডিজিটাল নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতি রেখে সংশোধন করা প্রয়োজন।”

সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন খুব তাড়াহুড়া করে প্রণয়ন করার কারণে এতে অনেক ক্রুটি রয়ে গেছে।

সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ বলেন, “সাংবাদিকদের পেশাদারিত্ব, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।

বেসিসের এর ডিরেক্টর এ কে এম আহমেদুল ইসলাম বলেন, এই আইনের অধীনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ আইটি সেক্টরের ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে থাকেন।

সভাপতির বক্তব্যে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, দেশে যেকোন আইন পাশের আগে জনগণকে সম্পৃক্ত করতে হবে। মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সরকারের। আর্টিকেল নাইনটিন ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক তার সংশোধন চায়।

উল্লেখ্য, আর্টিকেল নাইনটিন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় এর কার্যক্রম শুরু করে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View