চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাম্প্রদায়িক হামলা, সোচ্চার তারা

ক’দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। সর্বশেষ রবিবার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীতে এক তরুণের বিরুদ্ধে ‘ফেসবুকে ধর্ম অবমাননা’র অভিযোগ তুলে হিন্দুদের বহু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

একের পর এক এমন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। প্রতিবাদে অংশ নিচ্ছেন দেশের কবি সাহিত্যিক থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িতরাও।

সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন শোবিজ অঙ্গনের মানুষেরা:

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব:

সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী:

মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা:

জয়া আহসান, অভিনেত্রী:

শিহাব শাহীন, নির্মাতা:

চয়নিকা চৌধুরী, নির্মাতা:

পান্থ কানাই, মিউজিশিয়ান:

দীপা খন্দকার, অভিনেত্রী:

রাহুল আনন্দ, মিউজিশিয়ান:

মেহের আফরোজ শাওন, কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা:

জিয়া রহমান, মিউজিশিয়ান:

রুনা খান, অভিনেত্রী:

সিয়াম আহমেদ, চিত্রনায়ক:

কাজী নওশাবা, অভিনেত্রী:

রাশিদ পলাশ, নির্মাতা:

হিমেল আশরাফ, নির্মাতা: