লিভারপুলের দুর্দান্ত পারফরম্যান্সে আগেই প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি। দুইয়ে থাকা আর্সেনালের সামনে ছিল নিয়ম রক্ষার লড়াই। প্রিমিয়ার লিগের নিয়ম রক্ষার লড়াইয়ে গতকাল রাতে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। এমন হারে দলটির কোচ মিকেল আর্তেতার একই সাথে রাগ ক্ষোভ, হতাশা এবং খারাপ অনুভূতি হচ্ছে।
রিয়াল মাদ্রিদকে একাই হারিয়ে দেয়া ডেকলান রাইস আর্সেনালের হয়ে শততম ম্যাচে নেমেছিলেন। প্রথমে গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি আর্তেতার শিষ্যরা। ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হেরেছে ২-১ গোলে।
এ হারের পর আর্তেতা বলেছেন, ‘একটি ইতিবাচক ফলাফল সত্যিই (চ্যাম্পিয়ন্স লিগ) বুধবারের ম্যাচের জন্য ভালো দল গড়তে আমাদের সাহায্য করত। সুতরাং এখন আমরা নিজেদের উপর রাগ, ক্ষোভ, হতাশা এবং বাজে অনুভূতি তৈরি করেছি।’
‘তাই আমাদের নিশ্চিত করতে হবে যে, বুধবারের ওই ম্যাচের সময়টা প্যারিসে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্যবহার করব, খেলায় জিতে ফাইনালে উঠব। গাণিতিকভাবে আমরা এখনও আগামীবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যত অর্জন করিনি। আমরা দুইয়ে শেষ করতে পারিনি, সুতরাং এখনও আমাদের অনেক কাজ বাকি।’
আর্সেনাল প্রিমিয়াল লিগে বোর্নমাউথের বিপক্ষে ৩৫তম রাউন্ডে খেলতে নামার পর ৩৪ মিনিটে গোল করেন রাইস। ৬৭ মিনিটে ডিন হুইসেন এবং ৭৫ মিনিটে এভানিলসনের গোলে জয় তোলে। ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের পর ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।








