চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুয়েতে এক বাংলাদেশি টিকটকার গ্রেপ্তার

কুয়েত প্রতিনিধি: কুয়েতে ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি টিকটকারকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় একাধিক গণমাধ্যম আরব টাইম, আল রাই প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করে।

Bkash July

২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসে উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানি ভর্তি বেলুন ছুঁড়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।

ভিডিও টি ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের নজরে আসলে এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। এছাড়াও কুয়েতের বিভিন্ন শপিং মহল, রাস্তাঘাটসহ জন গুরুত্বপূর্ণ স্থানে অশালীন অঙ্গভঙ্গিতে ভিডিও ধারণ করতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যেটা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ।

Reneta June

আবার অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল ফিলিপাইনি টিকটক গ্রুপের সদস্যরা হোটেলে, পার্কে ডিজে পার্টিসহ বিভিন্ন নামে পার্টির আয়োজন করতে দেখা যায়। কুয়েতের কমিউনিটির নেতার মনে করেন এটা আমাদের জন্মভূমি নয় কর্মভূমি তাই স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা।

Labaid
BSH
Bellow Post-Green View