চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন তারকা জার্সিতে প্রথমবার নামছে মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বআসরের পর এখন পর্যন্ত আর ম্যাচ খেলেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রথমবার তিন তারকা জার্সিতে নামছেন মেসি-ডি মারিয়ারা। ঘরের মাঠে ম্যাচটির দিনে সমর্থকদের সামনে প্রদর্শন করা হবে বিশ্বকাপের সোনালি ট্রফিটিও।

আর্জেন্টিনার এল মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার পানামার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

তিন তারকা আকাশী-নীল জার্সিতে এরইমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন মেসি-মার্টিনেজরা। বিশ্বজয়ী দলের প্রায় সবাই কোচ লিওনেল স্কালোনির ক্যাম্পে আছেন। রাজধানী বুয়েন্স আয়ার্সের এএফএ স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন করেছে আলবিসেলেস্তে দল।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল এবং রিভার প্লেটের খেলোয়াড় ক্লদিও এচেভেরিও অনুশীলনে ছিলেন। অনুশীলনের পর কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। লিখেছেন স্বপ্নপূরণের কথা।

পানামার বিপক্ষে ম্যাচ নিয়ে ফিফার বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সব ম্যাচ যেভাবে আমরা মোকাবেলা করি, একইভাবে এই ম্যাচটি খেলব। আর্জেন্টিনা জাতীয় দল সব বিষয়ে ছাড় দিতে রাজি নয়। মাঠের কাজ ঠিক রেখে উদযাপনসহ অন্য সবকিছু করতে হবে।’

এবছর সবমিলিয়ে ১০টি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার মধ্যে প্রথম ম্যাচ পানামার বিপক্ষে এবং দ্বিতীয়টি ২৮ মার্চ সাউথ ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের বিপক্ষে। জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে দুটি করে ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বছর শেষ করবে স্কালোনির দল।