চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দল এখন এশিয়ায়

কাতার বিশ্বকাপ জয়ের পর পানামা ও কুরাকাওর সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। এবার অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়াতে এসেছে লাতিন আমেরিকার দলটি।

চীনের বেইজিং শহরে শনিবার সকালে পৌঁছায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়া উড়াল দেবেন মেসি-ডি মারিয়ারা। ১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে বিশ্বজয়ীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে নামছেন বিশ্বচ্যাম্পিয়নরা। এ সময় রদ্রিগো ডে পল, লিয়ান্দ্রো পারেদেস, লৌতারো মার্টিনেজ, জিও লো ও নাহুয়েল মোলিনাকে দেখা যায়।

আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যম জানায়, শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।