কোস্টারিকা নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নারী ফুটবল দল। ঘরের মাঠের ম্যাচ দুটি সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী ৩১ মে সিউদাদ ডি বুয়েন্স আইরেস স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি গড়াবে ৩ জুন সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে।
ছেলেদের ফুটবলে আর্জেন্টিনা বেশ দাপুটে নাম হলেও মেয়েদের প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে। মেয়েদের বিশ্বকাপে কখনো নকআউট পর্বেই যেতে পারেনি আর্জেন্টিনার মেয়েরা। যদিও র্যাঙ্কিংয়ে কোস্টারিকার চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে আর্জেন্টিনার মেয়েরা।
আর্জেন্টিনা স্কোয়াড: ভেরোনিকা আকুনা, রকিও দিয়াজ, লোরেনা বেনটেজ, জুলিয়েটা ক্রুজ, চেলেস্তে সান্তোস, মিরিয়াম মায়োরগা, লোরিনা অলিভেরোজ, ইস্তেফানিয়া পালোমার, ভানিনা প্রেনিঙ্গার, এলিয়ানা স্টাবিলিয়ে, মরিনা কালভো, মারগারিতা গিমিনেজ, বেলেন পোকোরাক্কি, মেলানাই তোরালেজ, রকিও বুয়েনো, আদ্রিয়ানা সাচ, আন্নিকা পাজ, ভার্জিনিয়া গোমেজ, সোলানা পেরেইরা, ও মারিকেল পেরেইরা।







