মেয়েদের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের এবারের আসর বসেছে কলম্বিয়ায়। আসরের শেষ ষোলোর লড়াইয়ের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ ষোলোয় আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইউরোপিয়ান জায়ান্ট জার্মানিকে। অন্যদিকে ব্রাজিল পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ, তারা খেলবে আফ্রিকার দেশ ক্যামেরুনের বিপক্ষে।
আসর থেকে বিদায়ের আগে পয়েন্ট অর্জন করেছে আফ্রিকার দেশ ঘানা। নিউজিল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোলে। শেষ ষোলোর লড়াই শুরু হবে ১১ সেপ্টেম্বর, ১২ তারিখ সব দলের খেলা শেষ হলে জানা যাবে শেষ আটে কারা যাচ্ছে।
শেষ ষোলোর লড়াইয়ে ১১ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে ক্যামেরুনের বিপক্ষে, স্পেন খেলবে কানাডার বিপক্ষে। এছাড়া মেক্সিকোর প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক কলম্বিয়ার প্রতিপক্ষ সাউথ কোরিয়া।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জার্মানি খেলবে আর্জেন্টিনার বিপক্ষে এবং নর্থ কোরিয়া খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। শেষ দুটি ম্যাচে জাপানের প্রতিপক্ষ নাইজেরিয়া এবং ফ্রান্সের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
১৬ সেপ্টম্বর থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে। ২৩ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে।







