এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের কারণে আজ রোববার (১৭ আগস্ট) রাজধানী ঢাকা ও আশপাশের মোট ৯টি এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, এ সময় জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সব ধরনের গ্রাহক গ্যাস পাবেন না। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে।
গ্রাহকদের এ সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।








