দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা আরবাজ খান। রবিবার (৫ অক্টোবর) কন্যা সন্তানের জন্ম দিলেন আরবাজ পত্নী সুরা খান। জানা যায়, শনিবার (৪ অক্টোবর) হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরাকে। এই খুশির খবরে প্রকাশ্যে আসতেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।
চলতি বছরের আগস্ট মাসেই অন্তঃস্বত্তা হওয়ার খবরে সিলমোহর দেন আরবাজ-সুরা। কবে আসবে নতুন অতিথি এই প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শনিবার রাতেই মুম্বাইয়ের খার এলাকার পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় সুরাকে।
বেশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল সুরার জমজমাট সাধের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সেখানে সালমান খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান, আরবাজ খান সহ বেশ কয়েকজন বলিউড এবং টেলিভিশন তারকাও।। এদিন হলুদ রঙের রংমিলান্তি পোশাকে সেজেছিলেন সুরা ও আরবাজ।
মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন এসব তিক্ত অতীত ভুলে ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান। পেশায় বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসেন সালমান খানের ভাই।
‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় আরবাজের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া ও শুভ পরিণয়।- বলিউড বাবল








