গেল ঈদুল আযহায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার ইচ্ছে ছিল, গরু বিক্রির টাকায় ওমরাহ হজ পালন করবেন। কিন্তু প্রতারকের খপ্পরে পড়ার পর রইস উদ্দিনের ওমরাহ পালনের ইচ্ছা অনিশ্চিত হয়ে পড়েছিল।
১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ টাকা জাল হওয়ার বৃদ্ধায় কান্নায় ভেঙে পড়েছিলেন। গরু বিক্রি করে জাল টাকা পাওয়ার ঘটনাটি রইস উদ্দিন কেঁদে কেঁদে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের।
এরপর জনপ্রিয় এই তারকা নিজ খরচে গেল মাসে রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব পাঠান। সাত দিন আগে রইস উদ্দিন ওমরাহ পালন করে দেশে ফিরে এসেছেন। তার আমন্ত্রণে অপু বিশ্বাস মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তার গ্রামের বাড়ি নাটোরে যান।
অপু বিশ্বাস তার ফ্যান পেইজ থেকে একটি লাইভ করেন, সেখানে দেখা যায় রইস উদ্দিনের গ্রামের বাড়িতে প্রবেশ করছেন অপু। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।
মঙ্গলবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে অপু বিশ্বাস বলেন, রইস চাচার সঙ্গে আগে আমার দেখা হয়নি। উনিও আমাকে দেখেননি। তাকে কথা দিয়েছিলাম, সহি সালামতে হজ পালন শেষে দেশে ফিরলে আমি নিজে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে আসবো। আমি আমার কথা রেখেছি। উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছেন। ওনার পাঁচটি কন্যা সন্তান রয়েছে। উনি আমাকে তার আরেক কন্যা মনে করেছেন, আমিও বাবা ডেকেছি।
“তিনি (রইস উদ্দিন) যে ক‘দিন হজে ছিলেন প্রতিদিন আমার এবং আমার সন্তান (আব্রাম খান জয়)-এর দোয়া করেছেন। জয়ের জন্য কাবা শরীফের ওখান থেকে খেজুর, জায়নামাজ এবং জমজনের পানি এনেছেন। উনি চাচ্ছিলেন এগুলো আমার হাতে দেবেন। তাই করেছেন। কারো স্বপ্ন পূরণে পাশে থাকার মতো আনন্দের অনুভূতি হয় না। আমার সামর্থের মধ্যে থেকে সবসময় এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি।” মুঠোফোনে বলছিলেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম।”
রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসকে লাইভে দেখে তার অনুসারীরা অনেক খুশি হয়েছেন। কেউ লিখেছেন, অপু বিশ্বাস আপনি মহৎ কাজ করে মানবিক দিক থেকে বড় মনের পরিচয় দিয়েছেন। বেশীরভাগ মন্তব্যে অনুসারীরা অপু বিশ্বাস ও রইস উদ্দিনের জন্য দোয়া করেছেন।
অপু বিশ্বাসের সঙ্গে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন রইস উদ্দিনের পাশে ছিলেন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।
এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওনা হন রইস উদ্দিন।
আরো পড়ুন: প্রতারিত সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু








