আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস এ যুক্ত হচ্ছে হলুদ রঙ। আগের ব্লু, পার্পল, মিডনাইড (ব্ল্যাক), স্টারলিং (ক্রিম) এবং লাল রঙের পাশাপাশি হলুদ রঙেও বাজারে আসবে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস।
অ্যাপল আশা করে, নতুন এই দুটি মডেলের আইফোন হবে অনেকটা সাশ্রয়ী মূল্যের। একইসাথে আইফোনে হলুদ রঙ যুক্ত করায় গ্রাহকদের তা আকৃষ্ট করবে এবং আইফোনের বিক্রি বাড়তে পারে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকরাডার ডট কম এ তথ্য জানিয়েছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দুইজন প্রযুক্তি বিশ্লেষক হলুদ রঙের আইফোনের তথ্যটি প্রকাশ করেছেন। তারা বলছেন, অ্যাপল এখনো সরাসরি খবরটি প্রকাশ না করলেও আগামী সপ্তাহে অ্যাপল আইফোনের নতুন এ দুটি মডেল সম্পর্কে ব্রিফিং করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলেন, যদিও আমরা অ্যাপলের সরাসরি ঘোষণার আগে কোন গুজব বা ফাঁস হওয়া তথ্যের ব্যাপারে নিশ্চিত হতে পারি না, তবে অ্যাপলের কাছে এবছর আইফোনে নতুন রং যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর অ্যাপল আইফোন ১৩ সিরিজে সবুজ রঙ এবং তার আগের বছর আইফোন ১২ সিরিজে বেগুনি রঙ যুক্ত করেছিল।

আইফোন সংশ্লিষ্ট একজন প্রকৌশলী বলেন, আমাদের লক্ষ্য হলো আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস এর বিক্রি বাড়ানো। আমরা এখন আইফোনের পরবর্তী আইফোন ১৫ সিরিজ লঞ্চের প্রায় কাছাকাছি চলে এসেছি তাই আইফোন ১৪ সিরিজে কিছু চমক সৃষ্টি করে গ্রাহকদের আগ্রহী করার এটাই সঠিক সময়।