অপ্রতিরোধ্য-অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ ও জার্মান তারকা আলেক্সান্ডার জেভরেভ। অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সেমিফাইনালের সর্বকালের সবচেয়ে দীর্ঘ সময়ের লড়াই হয়েছে, হয়েছে ৫ ঘণ্টা ২৭ মিনিটের মহারণ। শেষে জয় তুলে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছেছেন আলকারাজ।
আলকারাজের ইতিহাসে রয়েছে টানা চার গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠার রেকর্ড। ২২ বর্ষী তারকা সপ্তম খেলোয়াড়, যিনি এই রেকর্ড গড়লেন। আগে জান্নিক সিনার, দশবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার, আন্দ্রে আগাসি এবং রড লেভার রয়েছেন তালিকায়।
বর্তমানে ফ্রেঞ্চ ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ যদি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেও যান, তবুও ইতিহাসে নাম তোলা থাকবে। যদি শিরোপা জেতেন, তাহলে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হবেন।
বর্তমানে টেনিসের অন্যতম সেরা তারকা এটিপির দুইয়ে থাকা জার্মান জেভরেভকে আলকারাজ হারিয়েছেন ৬-৪, ৭-৬, ৬-৭ এবং ৭-৫ সেটে। দ্বিতীয় সেমিফাইনালে লড়ছেন সর্বাধিক গ্র্যান্ড স্লামজয়ী মহাতারকা জোকোভিচ, প্রতিপক্ষ জান্নিক সিনার। জয়ী তারকা ফাইনাল খেলবেন আলকারাজের বিপক্ষে।







