চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে কারণে ওটিটিতে আর আগ্রহী নন অনুরাগ

পরিচালক হিসেবে ওটিটি প্লাটফর্মে বরাবরই বিস্ফোরণ ঘটিয়েছেন অনুরাগ কাশ্যপ। তার হাত ধরে একাধিক ওয়েব সিরিজের চরিত্রগুলি হয়ে উঠেছে অনেক বেশী জীবন্ত ও বাস্তবিক। সিরিজের গল্পগুলোও বাস্তবের মতো অনেক বেশি দৃঢ় হয়ে ধরা দিয়েছে।

তবে সেই অনুরাগই নাকি আর ওটিটিতে ওয়েব সিরিজ বানাতে আগ্রহী নন। কিন্তু কেন? সম্প্রতি তা নিয়েই মুখ খুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

Bkash July

মূলত অনুরাগ কাশ্যপের আসন্ন প্রজেক্ট ‘ম্যাক্সিমাম সিটি’ প্রযোজনা করার কথা ছিল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের। যেটির লেখক সুকেতু মেহতা। তার লেখা ‘ম্যাক্সিমাম সিটি’ অবলম্বনেই নতুন প্রযোজনাটি হওয়ার কথা ছিলো। কিন্তু তবে শেষ মুহূর্তে এসে নেটফ্লিক্স এই প্রকল্প থেকে পিছু হটেছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে অনুরাগ জানান, ‘তাণ্ড ‘ নিয়ে যা কিছু ঘটেছে, যে বিতর্ক হয়েছে, তাতেই সকলে ভয় পেয়ে গেছেন। ওটিটি-তে যেকোন বিষয় নিয়ে সিরিজ বানানোর সাহস সকলেই হারিয়েছেন।

Reneta June

২০২১-এ দেশজুড়ে জোরালো বিতর্কের মুখে পড়েছিল আলি আব্বাস জাফরের পরিচালিত আমাজন প্রাইমের ওয়েবসিরিজ ‘তাণ্ডব’। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার দায়ে ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট তাণ্ডব’ ডাকও উঠেছিল। ‘তাণ্ডব’ নিয়ে ৬টি রাজ্যে এফআইআর দায়ের করা হয়েছিল।

‘তাণ্ডব’-এ অভিনয় করেছিলেন সাইফ আলী খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া মতো অভিনেতারা। তবে শুধু ‘তাণ্ডব’-ই নয়, এর আগে অনুরাগ কাশ্যপের পরিচালনায় নেটফ্লিক্সের গোস্ট স্টোরিজের ‘দিস ইজ দ্য এন্ড’-নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে সবিতা নামে এক চরিত্রকে গর্ভপাতের পর ভ্রুণ খেতে দেখা গিয়েছিল। এই সিরিজের কারণেও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

এছাড়াও এক সাক্ষাতকারে অনুরাগ কাশ্যপকে ‘ম্যাক্সিমাম সিটি’র একটি আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটি একটি নন-ফিকশন উপন্যাস যা চারটি বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির মাধ্যমে মুম্বাইয়ের জীবনকে বর্ণনা করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Labaid
BSH
Bellow Post-Green View