একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু যুদ্ধের ময়দানেই হয়নি, বহুদূরে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরেও হয়েছিল। স্বাধীন বাংলাদেশের জন্মের মুহূর্তে নিরাপত্তা পরিষদের বৈঠকগুলোতে বাংলাদেশকে ঘিরে বৃহৎ শক্তিধর দেশগুলোর মধ্যে তুমুল বিতর্ক চলতে থাকে। পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র ও চীন আর বাংলাদেশের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন।






