বলিউড তারকাদের কে কখন, কেমন মেজাজে থাকেন তা বোঝা খুব একটা সহজ কাজ নয়! এমনিতেই বলিউডের তারকাদের বদমেজাজের গল্প কম নেই। তারই মাঝে শুক্রবার (২৭ জানুয়ারি) অভিনেতা রণবীর কাপুরকে দেখা গেল এক ভক্তের উপর মেজাজ দেখাতে।
রণবীরকে দেখা মাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক ভক্ত। প্রথমবার ছবি তোলার পর দ্বিতীয় বার আবারও আবদার করেন সেই ভক্ত। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা। কিন্তু এরপরই আচমকা সেই ভক্তের ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুড়ে ফেলে দেন রণবীর।
আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় ওঠে নেটমাধ্যমে। অনেকেই ‘অহঙ্কারী’, ‘বদমেজাজি’র তকমা দিয়েছেন রণবীরকে। কিন্তু কী কারণে এমন ব্যবহার করলেন অভিনেতা?
বলিপাড়ার শান্ত স্বভাবের অভিনেতাদের একজন রণবীর। তবে তার এমন ব্যবহারে তাজ্জব সবাই। কেউ বলেছেন, ‘নিশ্চয়ই মজা করছিলেন রণবীর’। কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারের কোন কৌশলের অংশ!

সূত্র: টাইমস নাউ