সামাজিক মাধ্যমে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছেলে প্যাক্স জোলি-পিটের একটি পুরোনো পোস্ট ভাইরাল। ব্র্যাড পিটের বিরুদ্ধে লেখা সেই পোস্টে বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্যাক্স।
২০২০ এর সেই ইনস্টাগ্রাম পোস্টটিতে ব্র্যাড পিটকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্যাক্স লিখেছেন, ‘আপনাকে দেখে ভয়ে কাঁপতে থাকা ছোট ছোট সন্তানদের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই। আপনি কখনই বুঝতে পারবেন না কী ক্ষতি আমাদের পরিবারের করেছেন, কারণ বোঝার ক্ষমতা আপনার নেই।’
পোস্টে আরও লেখা ছিল, ‘আপনি আমার কাছের মানুষদের জীবন নরক বানিয়ে দিয়েছেন। আপনি পৃথিবীকে যা খুশি বলতে পারেন, কিন্তু সত্য একসময় প্রকাশ্যে আসবেই।’
অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জিম্মা নিয়ে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে সাত বছরের আইনি লড়াই চলছে।
জোলি ও পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ব্রাঞ্জেলিনা নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েনকে সন্তান হিসেবে দত্তক নেন। এপ্রিল ২০১২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস







