স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা কাতালান ক্লাবটিতে ফিরে আসতে চান। সেটা এখন প্রায় অসম্ভব, যা মেনে নিয়েই জীবনের কোনো এক পর্যায়ে ন্যু ক্যাম্পে ফিরতে চান বর্তমানে জাপানি ক্লাব ভিসেল কোবে’র অধিনায়ক।
৩৯ বর্ষী ইনিয়েস্তা বিভিন্ন সময়ে বার্সেলোনায় ফিরে আসার বিষয়ে বলেছেন। সবশেষ বললেন, ‘আমি অনেকবার বলেছি, জীবনের যেকোনো এক পর্যায়ে বার্সেলোনায় ফিরে আসতে চাই, সেটা আমার ভালো লাগবে, কিন্তু বর্তমানে সেটা প্রায় অসম্ভব।’
‘আমি ফুটবল খেলাটা চালিয়ে যেতে চাই। আমার মনে হয় এখনও খেলতে পারি। যেহেতু এই চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা দেখব কোনটা সম্ভব। আমি ক্যারিয়ার মাঠেই শেষ করতে চাই, এবং এটাই সেই বিষয় যা আশা করছি।’ ভিসেল কোবে’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষের এক ম্যাচ আগে বলেছেন ইনিয়েস্তা।
ক্লাব ও জাতীয় দলের সাবেক সতীর্থ বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ সম্পর্কে বিশ্বকাপ ফাইনালে স্পেনের গোলদাতা বলেছেন, ‘জাভি অনেকদিন কোচ হিসেবে থাকবে, সেটা ফুটবলের জন্যই বিরাট খরব হবে।’

বার্সেলোনার কিংবদন্তি সম্প্রতি জাপানের প্রথমসারির জে লিগের ক্লাব ভিসেল কোবে’র থেকে বিদায় নিশ্চিত করেছেন। আর এক ম্যাচ খেলেই জাপান অধ্যায়ের শেষ টানবেন।