এল ক্লাসিকোতে ৪-০ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। বার্সেলোনার উদযাপন ছাপিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কার্লো আনচেলত্তি। সব চাপ ছাপিয়ে শিষ্যদের চেনা রুটে ফিরিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের বস। লা লিগার পর ঘরে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।
অথচ এমনটা ঘটবে সেদিনই ভেবে রেখেছিলেন ঠান্ডা মাথার এই ইতালিয়ান কোচ। বার্সেলোনার কাছে হারের পর প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে স্পেনের চ্যাম্পিয়ন ও ইউরোপ সেরা হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।
প্রেসিডেন্টকে আনচেলত্তি বলেছিলেন, ‘রিলাক্স প্রেসিডেন্ট, আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছি।’
পিএসজি, চেলসি, ম্যানসিটির পর লিভারপুলের মতো বড় ক্লাবগুলোকে ধরাশায়ী করে ইউরোপ সেরা বনেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় চার ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে লিগ শিরোপা। কিন্তু, শেষবারের এল ক্লাসিকোর পর এমনটা কজন ভেবেছিলেন!

সেই হার বড় ক্ষত তৈরি করেছিল ব্লাঙ্কোসদের মনে। তবে আনচেলত্তির অধীনে দ্রুতই তারা মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে ফেরেন। মৌসুমে ঘরে তোলেন তিনটি শিরোপা।
শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের শক্তির জানান দেওয়ায় খোশ মেজাজে রয়েছেন পেরেজ, ‘আমি শান্ত এবং খুব খুশি। আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম তাতে আমাদের ভিন্ন উচ্চতায় পৌঁছাতে সবাইকে পুরো মৌসুম কঠোর পরিশ্রম করতে হয়েছে। রিয়াল সবসময় সেরা ফুটবলারদের নিয়ে কাজ করে।’