এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দুর্দান্ত এক ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪ গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ। দিয়েছেও ৪ গোল। দুই লেগ মিলিয়ে আপাতত ধাক্কা কাটিয়ে কোপা ডেল রে’র ফাইনালে পা রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচে প্রচুর ভুল করেছে রিয়াল, সাথে ভালো পারফর্মও করেছে, বলছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের পর আনচেলত্তি বলেছেন, ‘এটি উপভোগ্য খেলা ছিল, যেখানে অনেক গোল হয়েছে এবং অনেক ভালো জিনিসও ঘটেছে। আমরা লক্ষ্য অর্জন করেছি, আরেকটি ফাইনালে পৌঁছে গেছি। অনেক ভালো বিষয় হয়েছে, অনেক ধরনের ভুলও আমরা করেছি। কিন্তু দিনশেষে আমরা এটা জয় করতে পেরেছি।’
৩-১ গোলে পিছিয়ে পড়েও মনোবল হারাননি আনচেলত্তি, ‘আমার কখনও মনে হয়নি বাদ পড়তে চলেছি। বার্নাব্যুতে এধরনের ম্যাচে এমন পরিবেশে যেকোনো কিছু হতে পারে, আমাদেরও ফিরে আসার সুযোগ ছিল। আমরা কখনও হার মানিনি।’
‘এজন্যই আমরা এন্ড্রিককে তৈরি থাকতে বলেছিলাম। সে দুর্দান্ত এক দৌড় দিয়েছিল, যেখানে ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটি সুযোগ করে দেয়, এন্ড্রিক গোলটি করতে পারে। এটাই এন্ড্রিক, বেশিক্ষণ বলে পা ছোঁয়াতে পারেনি, কিন্তু বেশ কুশলী ছিল।’ কোপা ডেল রে’র পাঁচ ম্যাচে এন্ড্রিকের পাঁচ গোল নিয়ে বলেছেন আনচেলত্তি।
বার্নাব্যুতে কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোল হয়েছে ৮টি। আগের লেগে ১-০তে এগিয়ে ছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে রিয়াল। রাতে বার্সেলোনা-অ্যাটলেটিকোর লড়াই থেকে আরেক দল ফাইনালে উঠবে।







