‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পরপরই ছবিটি নিয়ে প্রকাশ্যে নিন্দা ও সমালোচনা করেছিলেন বিখ্যাত গল্পকার ও গীতিকার জাভেদ আখতার। ছবিতে থাকা বিতর্কিত পৌরুষতন্ত্রের কথা তুলে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সমালোচনাও করেছিলেন তিনি। সেই জাভেদ আখতারই এবার মুখ খুললেন অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে।
‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের অভিনয়ের পাশাপাশি তার রাগী চেহারা দর্শকের দারুণ পছন্দ হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘শোলে’ ছবির অন্যতম লেখক জাভেদ আখতার কথা বললেন অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হয়ে ওঠা প্রসঙ্গে। সেই সাথে উঠলো রণবীর কাপুরের প্রসঙ্গও।
অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ রূপে দেখা গিয়েছিল যেসব ছবিতে সেই সব ছবির সব গল্প ও চিত্রনাট্য সেলিম খানের সঙ্গে জুটি বেঁধে তৈরি করেছিলেন জাভেদ আখতার। তিনি জানান, অমিতাভ অভিনীত ওই ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর চরিত্রগুলোর রাগি ও মারমুখী হয়ে ওঠার পিছনে থাকত গভীর যন্ত্রণা ও বঞ্চনার ইতিহাস। সেই কারণেই ওই চরিত্রগুলি ভয়ডরহীন এবং মারমুখী হয়ে উঠত, তাই দর্শকের কাছে চরিত্রগুলো দারুণ বিশ্বাসযোগ্য মনে হত। কিন্তু আজকাল পর্দার কোনও চরিত্র ‘অ্যাংরি’ হলেও তার সেই রাগের পিছনে উপযুক্ত কোনও কারণ থাকে না। একারণে দর্শকের কাছে চরিত্রের বিশ্বাসযোগ্যতা কমে গেছে।
জাভেদকে প্রশ্ন করা হয় তিনি রণবীর কাপুরের উদ্দেশেই এই কথা বললেন কি না। কারণ ‘অ্যানিম্যাল’-এ ছবিতেও রণবীর অভিনীত চরিত্রটি ছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর এবং গল্পে রণবীরের সেই ‘অ্যাংরি’ হয়ে ওঠার কারণ নিয়েও যথেষ্ট সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল দর্শক-সমালোচকমহলে। শোনা মাত্রই জাভেদ আখতার বলে ওঠেন, ‘না, একেবারেই আমার এই কথা রণবীরের উদ্দেশে নয়। বরং আমি ওর জন্য একটি গল্প লিখতে পারি’।
জাভেদ আখতারের মত কিংবদন্তি চিত্রনাট্যকারের মুখে একথা শুনে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি অমিতাভের পর বলিউড আবার ‘অ্যাংরি ইয়ং ম্যান’ পেতে চলেছে? সেই প্রশ্নের জবাব অবশ্য আসেনি জাভেদ আখতারের তরফ থেকে। কোনও মন্তব্য আসেনি রণবীরের তরফ থেকেও।
সূত্র: হিন্দুস্তান টাইমস







