চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মন ভেঙে চুরমার, ক্যারিয়ার নিয়ে নতুন সিদ্ধান্তে অনন্ত জলিল

মানুষের জন্য কি না করেছেন অনন্ত জলিল! তার দাবী, তার কাছে যে বা যারা এসেছেন কেউ খালি হাতে ফেরেনি। সবসময় মানুষের পাশে ছিলেন। কিন্তু তার বিপদে কেউ এগিয়ে আসেনি। এমনকি যাদের অর্থ দিয়েছেন তারাও অনন্ত জলিল সমালোচনার মুখে পড়লেও কেউ তার পক্ষে আন্দোলন করেনি। এতে করে ভীষণ কষ্ট পেয়েছেন অনন্ত জলিল। এতটাই চটেছেন যে তিনি বলেছেন, ‘আগের অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন।’

সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা সাড়ে ১৪ মিনিটের এক ভিডিও বার্তা দিয়েছেন অনন্ত জলিল। যে ভিডিওতে অনন্ত জলিলের কথাগুলো এখন চর্চায়।

তার দেয়া ভিডিও বার্তার বেশীরভাগ অংশ ছিল ‘দিন দ্য ডে’ ছবির ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজমের দেয়া ইনস্টাগ্রামের পোস্টের জবাবে অনন্তের বক্তব্য। সেখানে ‘মোস্ট ওয়েলকাম’ ছবির এই নির্মাতা বলেন, মুর্তজা পোস্ট দিয়ে জানালেও আমি কয়েকদিন চুপ ছিলাম কারণ দেখতে চাইছিলাম আমার পক্ষে কেউ কথা বলে কিনা। কিন্তু কেউ কিছুই বলেনি। বরং আলোচনা ও সমালোচনার প্রতিযোগিতা লেগেছে। চুপ থেকে ভেবেছি এতদিন দেশ ও মানুষের জন্য এতটা কেন করলাম! সবাই তো চুপ।

যে কোনো দুর্যোগে অনন্ত জলিল ঝাঁপিয়ে পড়ে উল্লেখ করে এই নায়ক বলেন, ফ্যান ক্লাব করে ঈদের সময় ২৫ লাখ টাকা দিয়েছি। চুপ থেকে দেখেছি তারা আমার জন্য আন্দোলন করে কিনা! কিছুদিন আগে সিলেটে বন্যায় ৩০ লাখ টাকা দিয়েছি; দেখেছি তারা আমার জন্য আন্দোলন করে কিনা! ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের সাহায্যে ৫ লাখ টাকা দিয়েছি। চুপ থেকে দেখেছি তারা আমার জন্য আন্দোলন করে কিনা!

একের পর এক বিতর্কে পড়লেও অনন্ত জলিলের পক্ষে কাউকে কথা বলতে দেখা যায়নি। হয়তো তাই চাপা কষ্ট নিয়ে অনন্ত জলিল বলেন, আপনারা আমাকে মুভি স্টার বানিয়ে দিলেন। অনন্ত জলিল যে একজন ভালো মানুষ ছিল সেটা আজ থেকে আমাকে পরিবর্তন করতে হবে। এখন আমার কাছে সবসময় মনে হয়, বোধহয় ভুল কাজ করছি। যে যেভাবেই আসে আমি তার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু এতদিন পর বুঝছি এটা আমার ভুল হচ্ছে।

এদিকে, প্রযোজকের খাতা থেকে নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত জলিল। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে তার মন ভেঙে চুরমার হয়েছে! ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাবো না। আমার মনে হয় উনারা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখেন। তারা মনে করেন আমি ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু আমি কখনও তা মনে করিনি।

অনন্ত জলিল বলেন, চলচ্চিত্রের পাশে আমি যেভাবে ছিলাম, সেভাবে আর পাবে না আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাইরের সিনেমা করব। আমার ব্যানারের বাইরের সিনেমা করব। ইন্ডাস্ট্রির সিনেমা করব। প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি।

Labaid
BSH
Bellow Post-Green View