চট্টগ্রাম থেকে: বিপিএলের ঢাকা পর্বে কিপিং করার সময় বল এসে লেগেছিল ডান চোখের নিচে। কাটা অংশে সেলাই পড়েছে ১১টি। তা নিয়েই খেলে চলেছেন ফরচুন বরিশালের ওপেনার ও উইকেটরক্ষক এনামুল হক বিজয়।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল ২৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বিজয়। তার আগে ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি।
বল চোখে না লাগলেও কিছুটা লালচে দেখা যায়। তার নিচে কাটা অংশে ব্যান্ডেজ লাগানো। জানতে চাইলে বিজয় বললেন, ‘ছোট ছোট ১১টি সেলাই লেগেছে। চোখে ব্যথা নেই। ৪-৫ দিন পর সেলাই কাটা হবে। খেলতে সমস্যা হচ্ছে না।’
এবারের বিপিএলে চোটের ঘটনা শুধু এটিই নয়। সিলেট স্ট্রাইকার্সের ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় ফিল্ডিং করার সময় বলের আঘাতে চোট পান। দুই আঙুলের মাঝের অংশ ফেটে রক্ত ঝরে। সেলাই লেগেছে ৮টি। দুই সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন বিপিএল থেকে।
চট্টগ্রাম পর্বে সাকিব আল হাসানের দল বরিশাল খেলবে আরও তিনটি ম্যাচ। ঢাকা পর্বের শেষ ম্যাচেও জয় তুলে নেয় দলটি। তিন ম্যাচে দুই জয় বরিশালের।
বিজ্ঞাপন