ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারানোর সুযোগ থাকলেও তা আর হয়ে উঠেনি। দ্বিতীয় দিনে ১৩ রানে ৪ উইকেট হারালেও তৃতীয়দিনের শুরুতে প্রতিরোধ গড়ে তোলেন পিটার মুর ও হ্যারি টেক্টর। এরপর লরকান টাকারকে নিয়ে বাংলাদেশের এগিয়ে থাকা রান স্পর্শ করেন আইরিশ ব্যাটাররা। এবার লিড বাড়াচ্ছে সফরকারী দলটি।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে চা-বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯৯ রান। এই সংগ্রহে বাংলাদেশের ৪৪ রানের লিড দাঁড় করিয়েছে আইরিশ ব্যাটাররা। ৮৯ রানে অপরাজিত আছেন লরকান টাকার। তাকে সঙ্গ দিচ্ছেন অ্যান্ডি ম্যাকব্রিনে। তিনি করেছেন ২৭ রান।
বৃহস্পতিবার পিটার মুরকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডের প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম। মিরপুর টেস্টের তৃতীয় দিনে প্রথম শিকার পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট। প্রথম সেশনে আর কোনো সাফল্য পায়নি স্বাগতিকরা।
দলীয় পঞ্চাশ পেরোনোর পর মুর লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ রান করে। ৭৮ বলের ইনিংসে চার মারেন তিনটি। এরপর হ্যারি টেক্টর ও লরকান টাকার জুটি জমিয়ে তোলেন। খেলেন দীর্ঘক্ষণ। ১২৩ রানে তাইজুলে শিকার হন হ্যারি। ১৫৯ বলে ৫৬ রান করেন তিনি।
বিজ্ঞাপন