একটি অ্যাওয়ার্ড শোতে মুখোমুখি হয়েছেন জয়া এবং রেখা। তারা একে অন্যকে অভ্যর্থনা জানিয়েছেন। সকলকে চমকে দিয়ে জড়িয়েও ধরেন তারা একে অপরকে।
জয়া ও রেখা বেশ কিছুক্ষণ কথাও বলেন একে অন্যের সঙ্গে। তাদের এই দেখা হওয়ার মুহূর্ত ক্যামেরা বন্দি করে ফেলেন এক ব্যক্তি। সেটি পোস্ট করলেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে রেখাকে সোনালি সঙ্গের শাড়ি পরে জয়ার দিয়ে হেটে আসতে দেখা যায়। জয়ার পরনে ছিল গোলাপি শাড়ি। তাদের আলাপচারিতা দেখে বোঝায় উপায় নেই যে কোনো এক সময় তাদের মাঝে দ্বন্দ্ব ছিল।
জয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং রেখাকে একসঙ্গে ‘সিলসিলা’ ছবিতে দেখা গিয়েছিল। বলিউডে একসময় শোনা গিয়েছিল যে রেখা এবং অমিতাভের মাঝে প্রেমের সম্পর্ক আছে। যদিও কখনই তারা প্রকাশ্যে সেই কথা স্বীকার করেননি। অনেকেই মনে করেন ‘সিলসিলা’ ছবির কাহিনী অমিতাভের জীবনের উপর নির্ভর করেই বানানো হয়েছে। বক্স অফিসে ছবিটা ব্যাপক সাড়া পেলেও এরপর আর কখনই রেখা এবং অমিতাভকে আর একত্রে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিজ্ঞাপন