নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবো না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। 

বুধবার ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগের কর্মসূচি দিয়ে যে বাজে ভাষায় কথা বলে তা জঘন্য, অগণতান্ত্রিক। বিরোধী আন্দোলনে জনগণের ঢল দেখে সরকার ভীত হয়ে গেছে।

তিনি বলেন: বিএনপির কর্মসূচির দিন আওয়ামিলীগের কোন কর্মসূচি না দেয়ার আহ্বান জানাচ্ছি। রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতেই প্রমাণ হয়ে গেছে সরকার মিথ্যাচার করছে।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় যাওয়া যাবে না, জনগণের সমর্থনেই ক্ষমতায় যেতে হবে। নিষেধাজ্ঞা আসা লজ্জার, নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের ওপর কারন তাদের নির্দেশেই প্রতিষ্ঠানগুলো কাজ করে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিবমির্জা ফখরুলসংবাদ সম্মেলন