অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে ঋণ দিতে প্রাথমিকভাবে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি পাকিস্তানকে প্রায় ৩শ’ কোটি মার্কিন ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল ৩০ জুন শুক্রবার এই ঋণচুক্তির বিষয়ে প্রাথমিক ঘোষণা করে আইএমএফ। তবে চূড়ান্তভাবে এই ঋণ পেতে আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে পাকিস্তানের।
জানা গেছে, আগামী সপ্তাহে পরিচালনা পর্ষদ চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংস্থাটি পর্ষদের অনুমোদন পেলে আগামী ৯ মাসের মধ্যে পাকিস্তান ঋণের পুরো অর্থ পাবে। এই ঋণ পেতে দীর্ঘদিন ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলো দেশটি।
এমন এক সময়ে পাকিস্তান এই ঋণের অনুমোদন পেলো যখন দেশটির মূল্যস্ফীতি বেড়ে রেকর্ড প্রায় ৩৮ শতাংশে পৌঁছেছে।
বিজ্ঞাপন