রিসিপশনের খরচ বাঁচিয়ে যে সিদ্ধান্ত নিলেন ‘হাবু’!

সদ্যই বিয়ে করেছেন তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর হাবু ভাই উরফে চাষী আলম। পারিবারিক আয়োজনে তুলতুলকে বিয়ে করেছেন! তাদের গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে হাতে গোনা শোবিজ অঙ্গনের কয়েকজনকে দেখা গেছে!

সবাই ধরেই নিয়েছিলেন, হয়তো পরবর্তীতে ধুমধাম আয়োজনে সবাইকে নিয়ে করবেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান! কিন্তু সেটা হচ্ছে না! সাফ জানিয়ে দিয়েছেন চাষী। বরং বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যে খরচ হতো, তা নিয়ে জানালেন নতুন সিদ্ধান্ত!

রিসেপশন করছেন না জানিয়ে চাষী আলম গণমাধ্যমে জানিয়েছেন,‘আমার রিসেপশনে যে টাকাটা খরচ হতো, সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। যা দিয়ে এতিমখানায় তিন দিনের খাবার আয়োজন সম্পন্ন হবে।’

স্বামীর এমন সিদ্ধান্তে আনন্দিত স্ত্রী তুলতুল। উচ্ছ্বসিত হয়ে তিনি জানাচ্ছেন, ‘ও (চাষী আলম) আমাকে বলেছে, “আমি এটা করতে চাই”। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ। তুমি এটা করো।’

বিজ্ঞাপন

চাষী আলমনাটকবিবাহোত্তর সংবর্ধনাবিয়েরিসেপশনসিনেমাহাবু