শান্ত ৮৯*, মাশরাফীর সিলেট ১৭৩

বিপিএলে টানা ষষ্ঠ জয়ের নাগাল পেতে ফরচুন বরিশালকে করতে হবে ১৭৪ রান। নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭৩ রান। বাঁহাতি ওপেনার অপরাজিত থাকেন ৮৯ রানে। ৬৬ বলের ইনিংসে মারেন ১১টি চার ও একটি ছক্কা।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেট প্রথম ওভারে ১০ রান তোলে। মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় ওভারে তুলে নেন ৩টি উইকেট।

১৫ রানে ৩ ব্যাটারকে হারানার পর শান্তর সঙ্গে জুটি বাধেন মুশফিকুর রহিম। দলীয় রান নিয়ে যান একশর কাছে। ৩০ বলে ৪০ রান করে মুশফিক আউট হলে ভাঙে ৮১ রানের জুটি। থিসারা পেরেরা ১৬ বলে করেন ২১ রান।

ওয়াসিম তিনটি, সাকিব আল হাসান ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।

বরিশালও সিলেটের সমান ১০ পয়েন্ট। যারা জিতবে তারাই এগিয়ে থাকবে। মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট টানা পাঁচ জয়ের পর সবশেষ ম্যাচটিতে হারে। অন্যদিকে সাকিব আল হাসানের বরিশাল হার দিয়ে শুরু করে বিপিএল। তবে টানা পাঁচ ম্যাচ জিতেছে দলটি।

ফরচুন বরিশালবিপিএল-২০২৩রাব্বিলিড স্পোর্টসশান্তসাকিবসিলেট স্ট্রাইকার্স