বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরও ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম আকাশচুম্বী। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। টাকা চুরি করে বিদেশে পাচার করছে। এবারও ভোট চুরির পাঁয়তারা করছে সরকার। ওই সুযোগ জনগণ আর দেবে না। ভোট নিয়ে শেয়ালের কাছে আর মুরগি বর্গা দেয়া নয়। ভোট চোরদের কাউকে ছাড় দেয়া হবে না।
রোববার (১৭ সেপ্টেম্বর) সরকার পতনের দাবিতে বগুড়ায় বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে। রোডমার্চে ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, একদফা দাবি সরকারের পদত্যাগ। সংসদ বাতিল, নতুন নির্বাচন কমিশন গঠন ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি।
অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দিচ্ছে না সরকার। সরকার তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ৪০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জানা যায়, কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়া থেকে শুরু করে রাজশাহী যাচ্ছে তারা। এর আগে বগুড়া সদরের এরুলিয়া বাজারে সমাবেশ করেন নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন রোডমার্চে।
বিজ্ঞাপন