পুঁজি বাড়ার সাথে সাথে বৈষম্য বাড়ছে: পরিকল্পনা মন্ত্রী

দরিদ্র মানুষের সংখ্যা করোনাকালের আগের অবস্থায় ফিরে গেছে। তবে সরকারি গবেষণা সংস্থা বিআইডিএস বলছে, এখনো অনেক সংস্থা দু’বছরের পুরনো তথ্য-উপাত্ত দিচ্ছে, ফলে দরিদ্রের সংখ্যা নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তবে নিম্ন মধ্যবিত্তদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়ে গবেষকরা বলেছেন, করোনায় হঠাৎ গরীব হওয়া মানুষের অর্ধেকই ঐশ্রেণির। পরিকল্পনা মন্ত্রীও স্বীকার করেছেন, পুঁজির বাড়ার সাথে সাথে বৈষম্য বাড়ছে, সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন ভাতা দিয়ে বঞ্চিতদের পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।

পরিকল্পনা মন্ত্রীপুঁজি