‘বিশ্বকাপ জিতেছি, তাই বলেছিলাম আরও ট্রফি জিততে চাই। এই ক্লাব আমাকে ট্রফি জিততে সাহায্য করবে। এটিই আমার লক্ষ্য। যখন এরকম বড় একটা ক্লাবে থাকবেন, তখন ট্রফি জিততে হবে। আমি এমনটাই চাই।’
৩৫ মিলিয়ন ইউরোয় পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে আসার পর প্রত্যাশার কথা এভাবেই বলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বিশ্বকাপে আলো ছড়ানো ম্যাক অ্যালিস্টার প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে দুর্দান্ত পারফর্ম করে এসেছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাইটনের হয়ে ৪০ ম্যাচ খেলে গোল করেছেন ১২টি, করিয়েছেন ৩টি। ব্রাইটনকে ইউরোপা লিগে তোলায় রেখেছেন বড় ভূমিকা।
অলরেডরা ২৪ বর্ষী ম্যাকের সঙ্গে আসছে মৌসুমের আগে প্রথম খেলোয়াড় হিসেবে চুক্তি করেছে। অ্যানফিল্ডে যাওয়ার পর তিনি বললেন, ‘এখানে আসার পর থেকে দেখছি ক্লাবটি কত বড়। আমাদের খেলোয়াড়, স্টাফ, সবাই। সত্যিই সন্তুষ্ট এবং এই ক্লাবের হয়ে খেলার অপেক্ষায় আছি।’
‘এখানে আসাটা বিস্ময়কর লাগছে। স্বপ্ন সত্যি হয়েছে। এখানে ক্যারিয়ার শুরুর জন্য আর তর সইছে না। সতীর্থদের সাথে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি। লিভারপুল নিয়ে চিন্তা করার এবং প্রতিদিন একজন ভালো খেলোয়াড় ও আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করার এখন সময় এসেছে।’
বিজ্ঞাপন