চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রং ঢং শুটিং হাউজ: একের ভেতর সব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শুটিং মানেই উত্তরা! হোক সেটা নাটক কিংবা সিনেমার। নাগরিক গল্পে ইনডোর শুটিংয়ের জন্য নির্মাতা, প্রযোজকদের প্রথম পছন্দ উত্তরার বিভিন্ন শুটিং বাড়ি। টেলিভিশন নাটকের পাশাপাশি পাল্লা দিয়ে বর্তমানে অনলাইনেও বাড়ছে কাজের চাপ। কন্টেন্ট যুগান আর চাহিদার সাথে তাই নিত্য নতুন হচ্ছে শুটিং হাউজও। সেই চাহিদার কথা মাথায় রেখেই শতভাগ পেশাদারিত্বের মনোভাব নিয়ে উত্তরায় যাত্রা শুরু করেছে ‘রং ঢং শুটিং হাউজ’।

রাজধানীর উত্তরার ১১ নম্বর সড়কের ৬ নম্বর সেক্টরের ২৫ নম্বর বাড়িতে এই শুটিং হাউজটি সম্প্রতিই যাত্রা শুরু করেছে। এরইমধ্যে নাটক সিনেমা ও আর বিজ্ঞাপনের শুটিংও সম্পন্ন করেছেন কেউ কেউ।

রং ঢং শুটিং বাড়ির সামনের দিক

একেবারে নতুন ভাবনা নিয়ে শুরু করা এই শুটিং হাউজটি নিয়ে কথা বলেন রং ঢং শুটিং হাউজটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন রহমান। জানান, আমরা কেবল যাত্রা শুরু করলাম। এরইমধ্যে আমাদের শুটিং হাউজটিতে কাজ করেছেন নির্মাতা এসকে শুভ, খাইরুল পাপন, কায়সার চৌধুরীর মতো নির্মাতারা। ইস্পাহানী আরিফ জাহান তার আসন্ন সিনেমা ‘হৃদিতা’র শুটিং করেছেন টানা ছয় দিন। হয়েছে বিজ্ঞাপনেরও শুটিং।

এখন শুধু ঈদ, পূজা কিংবা উৎসব কেন্দ্রিক নয়, প্রচুর প্লাটফর্ম আর দর্শক চাহিদার কারণে সারা বছরই ব্যস্ততায় কাটে নাট্যকার, নাট্যনির্মাতা ও শিল্পীদের। প্রতিনিয়ত নতুন নতুন নাটক, টেলিছবি, ওয়েব সিরিজ আর ধারাবাহিকের কাজ হচ্ছে লাগামহীনভাবে। আর এসব মাথায় রেখেই রং ঢং শুটিং বাড়ি বেশ পরিচ্ছন্ন পরিকল্পনা নিয়ে এসেছে বলেও জানান রিপন রহমান।

চাইলে শুটিং বাড়ির ছাদেও শুট করতে পারেন নির্মাতা

শুটিং করতে এসে নির্মাতা, কলাকুশলীরা বিশেষ কী সুবিধা পাবেন? এমন প্রশ্নে রং ঢং এর এই কর্মকর্তা জানান, দুটো বড় বড় ফ্লোর নিয়ে একটা টিমের কাছে আমরা ভাড়া দিচ্ছি। নরমালি অন্য শুটিং হাউজে যেটা হয়, একেকটা ফ্লোর এক একটা টিমকে ভাড়া দেয়। কিন্তু আমরা দুটো ফ্লোর একজন ডিরেক্টর এর কাছে দিচ্ছি। আমাদের হাউজে বেডরুম আছে, হাসপাতালের সেটআপ করা যাবে, জেলখানার সেটআপ করা যাবে, অফিসের সেটআপ করতে চাইলে করা যাবে, আধুনিক অফিসের সেটআপ আছে। ব্যাচেলরদের জন্য রুম করতে চাইলে সেটাও আমাদের এখানে করা যাবে। এমনকি আমাদের ছাদে প্রচুর পরিমাণ গাছ লাগিয়েছি, সাধারণত শুটিং হাউজে এরকম ফেসিলিটি পাওয়া যায় না। আমাদের শুটিং বাড়ির আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে, ছাদের বারান্দা থেকে রোড দেখা যায়। তো ডিরেক্টরের এরকম হাতের নাগালে সবকিছু কিন্তু খুব সহজে পাবেন না। বলা যায় একের ভেতর সব পাবেন আমাদের শুটিং বাড়িতে!

রং ঢং শুটিং বাড়িতে একটি সিনেমার দৃশ্যে পূজা চেরী

মাস্টারবেড রুমের বর্ণনা দিয়ে এই কর্মকর্তা জানান, একটি মাস্টারবেট আলনা ড্রেসিংটেবিল ওয়ারড্রব বসানোর পরও একই সাথে ঘরটিতে ট্রলি বসানো যাবে, এত বড় একটা রুম। লাইটিং এর জন্যও আছে দারুণ ব্যবস্থা। দুটো গেটসহ তিন পাশ থেকেই লাইট দেয়ার ব্যবস্থা আছে। ডিওপিদের মধ্যে অনেকেই আমাদের শুটিং হাউস দেখেছেন। যেমন জামান ভাই- তিনি নিজেও দেখে বলেছেন ‘বাহ্, লাইট করার দারুণ ব্যবস্থা আছেতো!’। শিল্প নির্দেশক উত্তম গুহ, উনিও দেখে বলেছেন ‘শুটিং বাড়িতে এত স্পেস কমই পাওয়া যায়।’

Reneta

রং ঢং এর এই কর্মকর্তার দাবি, নিজে থিয়েটারকর্মী ও নাটকের এসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বলেই একটি আদর্শ শুটিং হাউজে কী কী সুবিধা থাকা প্রয়োজন, সেই ভাবনা থেকেই নিজেদের শুটিং হাউজটিতে সেসব সুবিধা তিনি রেখেছেন। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, কী কী ফেসিলেটিস থাকলে ডিরেক্টর কমফোর্ট ফিল করেন, তার সবই আমরা রাখার চেষ্টা করছি ‘রং ঢং শুটিং হাউজ’ এ। তিনি বলেন, আমাদের মেকআপ রুম, অন্য যে কারো মেকআপ রুম এর চেয়ে অনেক বড়। ড্রেস চেঞ্জ করার আলাদা জায়গা আছে।

আছে প্রপসের ব্যবস্থাও…

পাশাপাশি বিভিন্ন সময়ের প্রপসের যুগান দেয়ার ব্যবস্থাও রেখেছে রং ঢং শুটিং হাউজ। রিপন রহমান জানান, নাটক সিনেমায় পিতলের সেটের পর্যন্ত প্রয়োজন হলে আমরা সরবরাহ করতে পারবো। ১৯৭১ সালের কোন নাটক করতে চাইলে, কী ধরনের প্রপস দরকার হয় তার সবই আমাদের এখানে পাওয়া যাবে। তিনি বলেন, প্রপসের হিউজ কালেকশন আছে আমাদের, এমনকি প্রপস হিসেবে ১৯৫২ বা ১৯৫৩ সালের পত্রিকার যুগানও আমরা দিতে পারবো।

সিনেমার একটি দৃশ্যে এবিএম সুমন ও সাবেরি আলম

ভার্চুয়াল মাধ্যমেও বেশ অ্যাক্টিভ রং ঢং শুটিং হাউজ। সামনে আছে আরো নতুন পরিকল্পনা। রিপন জানালেন, আমরা চাই- যারা এই মুহূর্তে কাজ করছেন, নাটক টিভিসি সিনেমা কিংবা হোক ওয়েব কনটেন্ট: তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তারা যেন অন্ততপক্ষে একবার এসে আমাদের শুটিং হাউজটি দেখে যান।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তম গুহউত্তরাএবিএম সুমনওয়েব কন্টেন্টনাটকরং ঢংরাশেদ জামানলিড বিনোদনশুটিং বাড়িশুটিং হাউজসিনেমাহৃদিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

চোখের সামনে সিরিয়াল কিলার, তবু রহস্য অটুট!

জানুয়ারি ২৭, ২০২৬

‘জামায়াতের সাথে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে’

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।

আমরা কাওকে নতুন করে স্বৈরাচার হতে দিব না: সারজিস

জানুয়ারি ২৭, ২০২৬

ব্যবসায়ী সংগঠনগুলো পাপেটের মতো আচরণ করছে: গভর্নর

জানুয়ারি ২৭, ২০২৬

সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান, আইসিসির ব্যাখ্যা চেয়েছে বিসিবি

জানুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT