চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘পৈশাচিক ষড়যন্ত্রের শিকার আলভেজ’

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের পাশে দাঁড়িয়েছে তার পরিবার। যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার সেলেসাও তারকা পৈশাচিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার ভাই নে আলভেজ।

অ্যান্টেনা-থ্রি’কে সাক্ষাৎকারে নে আলভেজ বলেছেন ‘আমার ভাই একটি ফাঁদে পড়েছে। সে পৈশাচিক ষড়যন্ত্রের শিকার। আমার পরিবার হাল ছাড়বে না। আমরা অবশ্যই আমার ভাইকে ষড়যন্ত্র থেকে বের করে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

Bkash July

‘বিশ্বজুড়ে আমার ভাইয়ের একটি সফল ক্যারিয়ার রয়েছে। তাকে ফাঁসানো হয়েছে। তাকে ডুবানোর পাশাপাশি তার ক্যারিয়ারকে ডুবিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এ ঘটনায় আমাদের পরিবার কষ্টকর সময় কাটাচ্ছে।

‘বাবা-মা ও আমি স্পেন যাবো। তবে বাবা জরুরী অপারেশনের কারণে হাসপাতালে আছেন, তাই বার্সেলোনায় যেতে সময় নিতে হচ্ছে।’

Reneta June

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর গত শুক্রবার দানি আলভেজের জামিন আবেদন নামঞ্জুর করে স্পেনের একটি আদালত। সেই সঙ্গে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।

এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে সেল শেয়ার করেছেন আলভেজ।

Labaid
BSH
Bellow Post-Green View